গাঁটে যদি পয়সা থাকে,
পরের ছেলে আব্বা ডাকে!
কাঠের পুতুল-
তখন করে রাও!


মূর্খ অসার গর্ধভেরা,
টাকার জোরে বনে সেরা!
নষ্টা খুঁজে-
পায় জীবনের ভাও!!


গাঁটে যদি পয়সা থাকে
সবাই তুলে মাথায় রাখে!
গুরু পাপে-
পার পেয়ে যায় ফাও!


টাকার পাখা শক্ত বড়!
যতোই ছোটো নড়োচড়ো,
ভাংবে না সে-
যেদিক খুশী যাও!


__________________
# ২২ নভেম্বর ২০০০, লালমনিরহাট।