যদি ঘর ভেঙ্গে যায় ঝড় না হতেই
বৈশাখী এলে তবে ভয় কী?
কষ্টের তীরে যদি দুঃখের ঢেউ ভাঙ্গে
তাতে আর এমন ক্ষতি হয় কী?


জানি তুমি সুখে আজ গড়েছো বাসর
আমি সাজিয়েছি হেথা বেদনার আসর
আলোর আকাশ যদি কালো মেঘে ঢেকে যায়
দু’চোখে আলো জ্বলা রয় কী?


আমি তো  পাথর আজ করেছি এ মন
নেই কোন চাওয়া-পাওয়া আমার এখন
নিয়তি আমায় নিয়ে খেলেছে যতোই খেলা-
সে শুধু আমার পরাজয় কী?
___________________
# ২৩ জুন ১৯৯৮, তাইপে, তাইওয়ান।