দুই পা’ সামনে,
    এক পা’ পিছনে,
        এগিয়ে চলছে ঘোড়া;
তার উপরে-
    ত্রস্ত সোয়ারী,
        দিশেহারা চোখ জোড়া!


হাঁসফাঁস প্রাণ,
    জীবনে গান-
        দমকা হাওয়ায় ওড়ে!
ঝুলিতে রাখা-
    পৈত্রিক ধন,
        রোজ নিয়ে যায় চোরে!


চোরকে ধরার-
    সাধ্যটা কার!
        কোথায় চোরের টিকি?
নির্বোধ জাতি,
    শেখের নাতি;
        হিসেব রাখছে ঠিকই!!


____________________
# ১৭ ফেব্রুয়ারী ২০১৬, লালমনিরহাট।