আমি এডভোকেট, জজকোর্ট!
আমি-ই মহাকাল!
আমার বাড়ি বরিশাল।
আমি-
তালকে বানাই তিল, আবার-
তিলকে বানাই তাল!


খুন করে কেউ হয়না খুনী,
প্রমাণ করি ঋষি-মুনি!
আবার-
নির্দোষীরে করতে পারি
করুণতরো হাল!


সময় সময় ঈশ্বর এসে-
আমার পায়ে পড়ে!
হাতটা চেঁপে ধরে!
আমার-
ঝোলায় ঢালেন মাল!


পড়লে কেহ আমার ফাঁদে
কপাল ঠোকে, নিত্য কাঁদে!
বুঝতে পারে কত্তো ধানে-
কত্তোটুকুন চাল!


অপরাধীর শাস্তি পেতে
তর্ক খেলায় উঠি মেতে
আমি-
আবার কখন কখন-
বনি ওদের ঢাল!


_______________
মূল রচনা : ১৮ মার্চ ১৯৮৯।
ঘষামাজা : ১৮ ফেব্রুয়ারী ২০১৬, লালমনিরহাট