ঝিলমিল
খিলখিল
চোখ যদ্দূর
চারপাশে
ফুল হাসে
হাসে রোদ্দূর!


তরু ছায়-
পাখি গায়
প্রজাপতি মন
দুলে দুলে
ফুলে ফুলে
মধু আহরণ!


নদী চলে-
ভরা জলে
পাল তোলা নাও
মায়া ভরা
মন হরা
আমাদের গাঁও!!
___________________
০৩ মার্চ ২০১৬, লালমনিরহাট।


বিঃদ্রঃ  প্রাক-প্রথমিক ও ইসলামী কিন্ডারগার্টেন পর্যায়ে- শিশুদের জন্য সহজবোধ্য-
পাঠ্যবই : সহজ ছড়া (তৃতীয় শ্রেণি) জন্য এই ছড়াটি নির্বাচিত ও সংযুক্ত করা হয়েছে। যা আগামী ২০২৪ সাল থেকে পঠিত হবে ইনশাল্লাহ্।