প্রজাপতি বললো-“টুসী এসো আমার কাছে,
নতুন নতুন জামা দেবো যত্তো আমার আছে!”
দোয়েল-শ্যামা বললো দুজন-“শোন মেহমান!
মোদের কাছে আগে এসো শিখিয়ে দি’ গান!”
যুঁই মালতি পাপড়ি নেড়ে মিষ্টি করে হেসে-
বললো-“টুসী সাজবে তুমি প্রথম এদিক এসে!”


বললো টুসী- “কে বা আগে,পরে যাই কার কাছে!
কে বা আবার কষ্ট পেয়ে গাল-ফুলোবে পাছে!
তোমরা সবাই সমান প্রিয়, আমার কাছে তাই-
চলো সবাই দ্বন্দ ভুলে... মিলেমিশেই যাই!”


“বাহ্ রে বাহ্! বন্ধু তুমি খুব যে বুদ্ধিমতি!”
একই সাথে বললো পাখি, ফুল ও প্রজাপতি!
“আমরা শুধু যাঁচাই করে নিচ্ছিলাম গো সবে,
তুমি সঠিক বন্ধু সবার হবে কি না হবে!”
বললো টুসী- এসো এসো সবাই করি খেলা!
জোসনা ছাওয়া এমন রাতে ভাসাই খুশীর ভেলা!


গান ধরলো দোয়েল-শ্যামা, প্রজাপতি দুলে
নেচে নেচে উড়ে উড়ে চললো ফুলে ফুলে!
পাতার ফাকে লুকিয়ে থাকা ঘাসফড়িঙের ছানা
বেড়িয়ে এসে সুর মেলালো তাইরে নানা নানা!
মেঘের রাজা ঠিক তখনই গর্জে ওঠে যেই
দেখলো টুসী প্রজাপতি, ফুল, পাখিরা নেই!
জোসনা ছাওয়া বনে হঠাৎ আঁধার এলো নেমে!
সেই আঁধারে কারা যেনো হাসছে থেমে থেমে!


                    (চলবে)