জীবনটা তোর-
সুখ-সাগরে পানসী নায়ের দোলা!
যেদিক তাকাস-রঙিন ভূবন, খোলা!
আমি শুধু-
অন্ধকারে... হচ্ছিরে পথ ভোলা।।


অর্ধাহারে, অনাহারে-
কংকালসার আমার দেহ খানি!
দিনে রাতে... তোর তল্পি টানি!
আর কতো কাল-
গায়ের রক্ত... এমনি করি পানি?


আমিও মানুষ-
আমারও তো থাকতে পারে ক্রোধ!
তোর কী-রে নাই সামান্য এই বোধ?
জেনে রাখিস-
সুযোগ পেলে... নিবোই প্রতিশোধ!