এক.
আনা আমার,এক-আনা ওর
তোমার চৌদ্দ আনা!
এই কথাটা তোমার আমার
ওর-ও আছে জানা।
তবুও পুরো টাকাটা-ই যে-
আমার দিকে টানা ||


সুশীল সমাজ দেখছে চেয়ে-
করছেনা কেউ মানা!
ভাবটা যেনো এমন সবার-
চোক্ষু তাঁদের কানা।
তাই তো আমি যেমন খুশী
খাচ্ছি লুটে... খানা ||


দুই.
সত্যের পাল্লা, মাশ্‌ আল্লাহ্!
অসত্যেরটাই ভারী,
সারা দেশে, বীরের বেশে
চলছে দখলদারী!
হাতে-হাতে  আমার সাথে
আছেন থানা-ফাড়ি ||

তিন.
রাঘব-বোয়াল, শক্ত চোয়াল
সূঁচের মতো দাঁত!
কামড় দিলে, জানটা ঢিলে
বাড়াসনা কেউ হাত!
এই সুযোগে- সেই হুজুগে-
সবার কুপোকাৎ ||


<><><><><><><><><>
# ১৬ ফেব্রুয়ারী ২০১৬, লালমনিরহাট।