আছে শিক্ষা
আছে দীক্ষা
তবু ভিক্ষা করি!
দিনে রাতে
দু’টি হাতে
একে ওকে ধরি||


জাতে বাঙাল
তাই কাঙাল
হা-হুতাশটা স্বভাব।
যা কিছু পাই
সকলই খাই
তবু নিত্যই অভাব||


আছে কর্ম
আছে ধর্ম
মর্মটা বুঝি কই!
পায়ের তলে
মানিক জ্বলে
আসমানে চেয়ে রই||


# ০৫ মে ২০০২, লালমনিরহাট।