রুদ্ধ দ্বারে-
অন্ধকারে,
এখন ঠিকই;

লুপ্ত ফাগুন,
বুকে আগুন,
ধিকি ধিকি;

বলছি সত্য-
দিলাম তথ্য,
ধরবো টিকি!!

পার-পাবেনা-
সকল দেনা-
আধুলী-সিকি;

রই-নি বসে,
হিসেব কষে-
রাখছি  কি কি!

কোথায় কখন-
দেশটা যখন,
করছো  বিকি!!