নিধিরামের মাসি-
বাজায় পাতার বাঁশি;
বাঁশি শুনে গাঁয়ের লোকে-
করলো হাসাহাসি!


ক্রমে ক্রমে হাসি-
পৌছে গেলো রোগে;
হাসি নিয়ে গাঁয়ের সবে-
পড়লো যে দূর্ভোগে!


সেই তো চারিদিকে-
শুধু হাসির ছড়াছড়ি,
হাসতে হাসতে কেউ খাচ্ছে
মাঠেই গড়াগড়ি!


হেসে নাকি আজ-
অক্কা পেলো দু’জন!
হাসপাতালে ভর্তি আরো-
বেনু, মাধব, সুজন!