চন্দ্রাবতী-
এমন মুখোর বাদল দিনে-
কেমন আছো আমায় বিনে?
ইচ্ছে করে শুনি!
মন হয়ে যায় উদাস পাখি,
শ্রাবণ ধারায় স্বপ্ন আঁকি,
হারানো দিন গুনি!


সেই আমাদের কিশোর বেলা
বৃষ্টি ভেজার মিষ্টি খেলা
দুলছে কদম ফুলে!
শিকোয় তুলে লেখাপড়া
গামছা সেঁকে মৎস ধরা
শাসন-বারণ ভুলে!


বাড়ির পাশে ছোট্ট ডোবা,
শাপলা ফুলের দারুণ শোভা
ডাকতো বড় কাছে!
বানিয়ে মালা আমার গলে-
পড়িয়ে দিতে নানান ছলে
তোমার মনে আছে?
______________________
# ১৪ মে ২০১৬, লালমনিরহাট।