নেতা করেন রাজনীতি ক্ষমতার লক্ষ্যে!
জনগণ দুই ভাগ পক্ষে-বিপক্ষে!
কেউ ডাকে হরতাল, কেউ তা মানেনা!
হরতালের ইস্যু কী, জনগণ জানেনা।
তবু করে দৌড়-ঝাপ, মারামারি লম্ফ,
আশেপাশে বোমা ফোটে,হয় ভূমিকম্প!
পিকেটার ট্রাক বাসে করে যোগ অগ্নি
কারো ভাই মারা যায়, রাঢ়ি হয় ভগ্নি!
রেল-লাইন তুলে ফেলে, যোগাযোগ বন্ধ
দিনে দিনে চরমে পৌছায় দ্বন্দ!
লাভ হয় নেতাদের ইস্যু হয় সৃষ্টি,
রাজনীতির এটা আজ কালচার! কৃষ্টি!
জনগণ বোঝেনা দেশ-দশে মমতা-
নেতাদের নেই, শুধু লোভ তাঁর ক্ষমতা।
ক্ষমতার ডিম তাঁরা খান কাঁচা,সিদ্ধ,
জনতার দিকে থাকে আঙ্গুলী বৃদ্ধ!!