বৃষ্টি ঝরা এমন দিনে
   মনটা বাঁধা পড়ছে ঋনে-
       স্মৃতিরাও ডাক দিয়ে কয়-
            আয়!
কেয়ার বনে টাপুর টুপুর
   হারিয়ে যাই দূর বহুদূর
      সেই আমাদের চির-সবুজ
           গাঁয়!


বুলবুলিটা পাতার ফাঁকে
   মুখ লুকিয়ে চুপটি থাকে
       বৃষ্টি তো নয় মিষ্টি মধু-
           ঝরে!
মনের ঘরে তাথৈ তাথৈ
   আহা সোনা দিনগুলি কই
      শৈশব আমার ভীষণ মনে
           পড়ে!
__________________
# ০৫ জুলাই ২০১৬, লালমনিরহাট।