(প্রয়াত কবি সৈয়দ শামসুল হক-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি)


আমি এসেছিলাম...
অতঃপর এক সমুদ্র শোকে নেয়ে
বিস্তৃর্ণ সৈকত পেরিয়ে, থমকে দাঁড়ালাম।


আহা...
কে কই আছো! দেখে যাও
গোধূলীর সমস্ত রঙ কেমন ঢেকে যাচ্ছে
অযাচিত রাতের কৃষ্ণ প্রবাহে!
কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে
সবুজের সমস্ত আয়োজন!
পাখিরা তো আগেই ফিরে গেছে-
নিঃস্তব্ধ আবাসনে!
            ...


সৌভাগ্যের কপাট খুলে-
উড়ে এলো একটি জোনাকী তার-
সবটুকু সমর্থ নিয়ে,
আলোকিত করতে চাইলো চারপাশে
জেঁকেবসা অন্ধকার!
আমি বিস্মিত, হতবাক!
ক্ষুদ্রপ্রাণ অথচ...


ক্ষণিক পরে এক দমকা বতাশ এসে
বললো-
“প্রকৃতি তো অসীম দয়াময়!
স্বপ্ন মুছে ফেলোনা, জেগে থাকো,
অতন্ত্র প্রহরীর মতো, আঁধার কেটে-
আবারও আসবে সোনালী সকাল!
ফুটবে ফুল, জুটবে অলি,
মুখোরিত হবে বসুন্ধরা
বিহঙ্গের কলকাকলিতে!”