যেমনই কর্ম
    তেমনই ধর্ম
        বুঝিনা মর্ম
পড়ছে ফোসকা, গলছে চর্ম।


লৌহ-শিশে
    বায়ূতে মিশে
       আয়ূতে কিসে
টান পড়েছে, অকাট্য বিষে!


বদ্য ওঝা
   খামখা খোঁজা
       পাপের বোঝা
কমালে পাবে, পথটা সোজা!


জগত কালো
   নিজে ভালো
      ছড়াও আলো
অন্য জনে- জ্ঞান তো ঢলো!