চম্পাকলি
    ভূঁতের গলি
        চেনোনি কই?
        গ্রীনরোডের-
    সেই গলিতে
আমিও রই!


দিনে রাতে-
    ভূঁতের সাথে
        ওঠা-বসা;
        একটা কানা,
    একটা বধির,
একটা টসা!


তবুও তো
    ওরা কতো
        ভালোবাসে
        একে অন্যের-
    দুঃখ সুখে-
কাঁদে হাসে!


আমরা মানুষ
    হারাই যে হুশ
        স্বার্থ খুঁজে;
        থাকতে পারি
    মুখ লুকিয়ে
চক্ষু বুজে!