কবিতাটা যদি হয়-
আগুনের ফুলকি!
শোষিতের আর্জিতে
সে এমন ভুল কি!


পেটে যদি ক্ষুধারাম
খুড়ে চলে গর্ত,
নির্যাতিতরা রোজ
ভঙ্গবেই শর্ত!


বোধ যদি না আসে
শাসকের মতিতে,
ঝড় সেতো উঠবেই
বেসামাল গতিতে।


সময়ের গিটে গিটে
কতশত ইতিহাস,
অভাব টুটেছে কতো
স্বভাবের নাগপাশ!


তার চেয়ে এই ভালো
হোক ভালো চেষ্টা,
জনগণ ভালো থাক্
ভালো থাক দেশটা।