তোর কারণে যদি আমার
ফাগুনটা যায় বৃথা,
জানিস করবো কি তা?
ঘুড়ির লেজে বেঁধে দিবো
আমার চুলের ফিতা!


পায়ের নুপূর, মাজার বিছে
ঝিঙে ফুলের শাড়ি-
পরবোনা আর; সবার সাথে
দিবো ভীষণ আড়ি!


বেলি ফুলের মালা খানি
ভাসিয়ে দিবো জলে,
তোর চিঠিটা বাঁধবোনা আর
ভুল করে আঁচলে!


তোর কারণে যদি আমার
ফাগুনটা হয় মাটি,
এই কথাটাই খাঁটি-
এই জীবনে সাজবোনা আর
এমন পরিপাটি!


__________________
০২ ডিসেম্বর ২০১৬, লালমনিরহাট।