(এই কবিতা দু’টি আসরের প্রিয় মুখ কবি মৌটুসী মিত্র গুহ(কেতকী)-এর ২৩/০২/২০১৭ ও ২৭/০২/২০১৭ তারিখে প্রকাশিত “এই তো হয়” এবং  “কোন এক রাতে” কবিতায়  মন্তব্য করতে গিয়ে লেখা। কবিতা দুটি তাকে উৎসর্গ করলাম)


বিভাজন


জীবনসুরে গাইতে এখন তাল কেটে যায় মনের-
ছন্দ লয়ে ভীষণ রকম হই যে দিশেহারা
বিষের বাঁশি শুনি যখন সবচে কাছের জনের
হিসেব কষি কিবা পেলাম রোদনটুকু ছাড়া!


তোমার সাথে ঘর বেঁধেছি সেই কতোদিন আগে
স্বপ্ন কতোই দেখেছিলো সেই কুমারী মন
নিজের হাতে ফোটাবো ফুল আমার আপন বাগে
এখন দেখি শোবার খাটেও চলছে বিভাজন!
                 _______


অতীতের ক্ষত


ঘুম ঘুম চোখ তবু... ঘুম আসে নাকো!
এলোমেলো ইচ্ছেরা মেলে দেয় ডানা!
জানিনা সজনী তুমি কোন দূরে থাকো!
রেখে যেতে পারলেনা কেন গো ঠিকানা?


কি করে যে আজ তুমি সব আছো ভুলে
আমি কেন পারিনা... হতে সেই মতো?
স্মৃতিরা কেন যে বার বার দোর খোলে-
বুকের গভীরে দহে     অতীতের ক্ষত!
              ______