(শ্রদ্ধেয় এবং প্রিয় কবি খলিলুর রহমান -কে আমার এই গীতিকাব্যটি উৎসর্গ করলাম। গত ১৬ মার্চ আসরে প্রকাশিত "মায়া নদীর মন মাঝিরে" শিরোনামে আমার গীতিকাব্যে তিনি যে মন্তব্য করেছেন সেই অনুপ্রেরণায়ই এটি রচনা করতে সমর্থ হয়েছি)


না হইলিরে আপন বন্ধু...
না হইলিরে পর!
আগুন হইয়া রইলি আমার
বুকের-ই ভিতর!
আমার...
পোড়াইলি অন্তর!!


আশা ছিলো তোরে লইয়া
চাঁদ প্রহরী রাতে
সারা অঙ্গে জোসনা মাইখা
খেলিবো একসাথে!
মনের আশা রইলো মনে-
লইলিনা খবর।।


ফাঁকিতে কাটিলো জীবন
বাকি ভালোবাসায়,
পিতা-মাতা রাখলাম দূরে..
কেবল তোরই আশায়!
কে জানতোরে ভাসাবি তুই
আমায় নিরন্তর।।


১৭ মার্চ ২০১৭, লালমনিরহাট।