বললেন ভোলা স্যার-
                 “পৃথিবীটা গোলাকার !
ঘুরছে সে বন্ বন্ সারা  দিন  রাত !”
মনটাকে বোঝালাম
                 কি যে বলে’ বুড়োভাম
ঘুরলে সে আমি কেন হই না রে কাৎ?


সূর্যটা পূবে ওঠে,
                    পশ্চিম দিকে ছোটে-
তার  গতিপথ  কেন  বদলে না তবে?
আচ্ছা ওকথা বাদ
                       মাথার উপরে ছাদ
পায়ের তলায়  সেটা এসেছিলো কবে?


দু’চোখে  দেখছি যা
                      কলমে লিখছি তা
তথ্যটা কী করে গো দিবো আমি ভুল?
পৃথিবীটা ঘোরে যদি
                       আমি কেন নিরবধি
দক্ষিণে  হেঁটে  রোজ-ই  ছুটি ইশকুল!