কাল কী ছিলো কালীপদ
ওসব তো নয় ভাব্য,
আজ কি সেটাই তুলে ধরে-
লিখতে হবে কাব্য!


মধুর মতোই বাজবে কানে
এমনই সু-শ্রাব্য!
ভাব বিচারে হতেই হবে-
জ্ঞান সমাজে নাব্য!


লিখতে হবে কাব্য এমন-
আনকোরা সব শব্দে
বাঙলা ভাষায় কেউ পড়েনি-
কখন কোন অব্দে!


অবাঙালীর ভাষায়ও নয়-
নয় বিদেশী ছন্দে
লিখতে হবে কাব্যখানি
শাপলা-সালুক গন্ধে!


### ০২ এপ্রিল ২০১৭, লালমনিরহাট ###