দুধ-কুয়াশা বাটি ভরে-
করতে গিয়ে পান?
শুনেত পেলাম রাতপ্রহরী
জোনাকীদের গান!


ডুব সাঁতারে পানকৌড়ি
সূর্য ওঠার আগে-
মৌমাছিরা জমায় আসর
জুই-মালতীর বাগে!


সর্ষে ফুলের ঘ্রাণে নাচে
প্রজাপতির দল,
বটের শাখে শালিকছানা
প্রাণের কোলাহল!


সূর্য রাগে মেঘের মিনার
সোনার আলো মেখে,
আয়রে ছুটে খোকা-খুকি
দেখবি তোরা কে কে!
-------------------