বাংলা আমার মাতৃভূমি
বাংলা মায়ের ভাষা
এই ভাষাতে বলতো কথা
কামার, কুমার, চাষা!
জিন্নাহ দিতে চাইলো রুখে
‘বাংলা’ কেন থাকবে মুখে?
রাষ্ট্রভাষা উর্দূ করার-
চালায় রং-তামাশা।


সে অন্যায়কে জানাতে ধিক্
উঠল জ্বলে সালাম-রফিক
প্রাণের ভাষা বাংলা চেয়ে-
প্রকাশ করেন আশা!
ফেব্রুয়ারির একুশ তারিখ
বাহান্ন সাল- দুপুরে ঠিক
ঘটলো সর্বনাশা!


মিছিলটাতে চালায় গুলি
রক্তে ভেজায় পথের ধুলি
বাঙালিদের আবেগ নিয়ে
শাসক খেলে পাশা!
জীবন দিয়ে শফিক বরকত
গড়েছেন ইতিহাসে পথ
তাঁদের প্রাণের বিনিময়ে
পেলাম বাংলা ভাষা!
==============