শিশু যেমন মায়ের কোলে
খোঁজে আপন সুখ
আমি তেমন বাংলা মাকে
দেখে জুড়াই বুক!


তাঁর ই ধুলা অঙ্গে মেখে-
যাই আগামীর স্বপ্ন এঁকে
সূর্যের আগে দেখি আমি
প্রিয় দেশের মুখ।


ভরি উদোর তাঁর ফসলে
তৃষ্ণা মিটাই তাঁরই জলে
সে ই আমার চিরকালের
অবারিত সুখ!


কামার কুমার জেলে চাষা
সবার মুখে- তাঁরই ভাষা
তাঁরই বুকে বাঁচার আশা-
আমার এতটুক!


জানেন আমার অন্তযামী
তাঁকে পেয়েই ধন্য আমি
তাঁরই কোলে ঘুমিয়ে যেতে
সারাক্ষণ ইচ্ছুক।।