ঘুম ঘুম চোখ, রাঙা ভোরে...
ওঠরে সোনা ছোট্ রে জোরে!
পিঠ টান টান- বইয়ের বোঝা
জীবন প্রাতে আলোক খোঁজা!


আলো কীরে কালোয় মোড়া?
প্রতিযোগীতায় সাজিয়ে ঘোড়া-
দিচ্ছি ঠেলে, ওর বয়স কতো?
তবু তো ঠেলছি নিজের মতো!