দুঃখের ঘরে দিলাম বেড়া
কষ্ট যতন করে,
বৃষ্টি হলেই- বিষের ফোটা
ঝমঝমিয়ে পড়ে
অসময়ে ঝরে।।


স্বীয় পেটে গামছা বেঁধে
চলে মেহমানদারি।
পূণ্য পেতে মক্কা ছোটেন
সুদের যে কারবারি;
মুখে- লম্বা দাড়ি।।