রাত পোহালো রাত পোহালো
আঁধার গেলো টুটে
ফর্সা হলো পূবের আকাশ
আলোর পরশ লুটে।


বনে বনে জাগলো পাখি
ঐ শোনা যায় গান
থাকবে না আর শুয়ে খোকন
করে ঘুমের ভান।


উঠে খোকন বললো মাকে-
"‍‍আঁধারের নাই চিন
আমার দেশে এসেছে মা
আলোয় ছাওয়া দিন"


মা বললেন- "সূর্য্যটাকে
রাখিস খোকন ধরে,
তা হলে আর আসেবনা রাত
ওমন আঁধার করে।"