আব্বে!
রাজা আমি রাজা!
চিন্তা নাই ভাবনা নাই
মনটা সদা তাজা;
তাজা মনে খাচ্ছি ভেজে
কত্ত ইলিশ ভাজা!


খাবি নাকি তুই?
আয় তাহলে প্রাসাদ ছেড়ে
পখের ধারে শুই।
শুয়ে শুয়ে চিন্তা করি
কাকে ছেড়ে কাকে ধরি
কাকে নিয়ে শুলে চড়াই
কাকে বিঁধাই সুঁই!


পাগল?
পাগল বলিস কাকে?
সেই তো পাগল তোর মত যে
জটিল হিসাব রাখে
নেশার ঘোরে থাকে
একটু হলে এদিক-ওদিক
রক্তে দুহাত মাখে!