"হা" বলতেই হাজির! হাজির!
খেদমতিরা জন চারি!
যখন যা চায়- নগদে পায়
তবু পুতের মন ভারি।


খবর গেলো রাজার কাছে
সবাই ছোটো কে কই আছে
পাইক-পেয়াদা চাকর-বাদী
আশেপাশের নর-নারী!


মাতা এলেন খাতা হাতে
-বল না বাবা দুঃখ কি?
টুকে নিবো একে একে
হলোই অতি সুক্ষ কি!


পুত্র বলে- ‘‘সূত্র খুঁজে
হিসেব নিকেশ সবটা বুঝে
জানিয়ে দিবো তোমায় মাগো
মন কষ্টের মূখ্য কি!’’