রিনির মিনি- খায় না মাছ
তিড়িং বিড়িং দেখায় নাচ!
নাচতে পারে অনর্গল-
একটা পেলে উলের বল।।


রিনির মিনির- গা তুলতুল
যেমন ছু্ঁতে কাশের ফুল!
লেপের তলে খোঁজে ওম
নাক গড়গড় যায় যে ঘুম।।


রিনির মিনি- বেজায় তেঁজ
ওৎ পেতে সে নাড়ায় লেজ
ভাগ্নে- যে তার বনের বাঘ
সে গৌরবে- দেখায় রাগ!