নীতি লয়ে রীতিমতো লড়ি
এই ডালে- ওই ডালে চড়ি
চেষ্টায়__ দেশটাকে গড়ি!
আসলে যা সত্য
চেপে রাখি তথ্য
একটাকে_ এককোটি করি
স্বার্থের__ পাখিটাকে ধরি!
লোকদেখে সাপ,সেটা দড়ি।


ঋণ করে_ দিন করি পার
কেউ বলে_ 'উন্নয়ন' আর
সব কাজে পেতে দেই ঘাড়!
আসলে তা মিথ্যে
লালসা এ চিত্তে
তিন-দু’য়ে যোগ করি চার
চাপাতেও রাখি কিছু ধার
রাজনীতি কথাতেই মার।