রোবোটিন টিন টিন-
রোবোটের বাচ্চা
খাই না যে দুধভাত
ননী দধি লাচ্ছা!

ব্যাটারির চার্জ খাই
এর বেশি কিছু নাই

সেটুকুই পেলে আমি
কথা শুনি আচ্ছা
প্রাণী নই তবু যেন-
হয়ে উঠি সাচ্চা।