দমকা হাওয়া হঠাৎ এসে-
বললো কানে কানে
তোমার জীবন বদলে গেছে
বেঁচে থাকার টানে।
দেহখানি পণ্য দরে-
বিকাও নাকি আঁধার ঘরে
ক্ষুধাপেটে খোঁজো না আর
ভালোবাসার মানে!


আমি- হেথা রিকসা চালাই
ঢাকার পথে পথে
দিবস-রাতে শ্রম বিকিয়ে
ছিলাম কোন মতে
সকাল বিকাল তোমার নামে
স্বপ্ন জমাই বুকের খামে-
সে খাম হঠাৎ পূর্ণ হলো
রক্তঝরা ক্ষতে।।
=====০০০=====