এই বাঙালির বাঙালিয়ানা
বলি ই যদি খুলে
রসনা তার মূলে-
থাকতে পারে ঝালেঝোলে
সকলকিছু ভুলে!


পেঁয়াজ রসুন আদা যখন
নাচে হেলে-দুলে
বলে 'বাবু ছু-লে'
বাঙালিদের যাপিত দিন
কাটে ঢেঁকুর তুলে।


ভাবি তখন কাকে ধরে
চড়িয়ে দেই শূলে-
কাকে সাজাই ফুলে
আমি অধম আমজনতা
ইচ্ছা থাকে ঝুলে!!