এলো এলো আজ
মাথায় পড়ে তাজ
বাজিয়ে হাতে তুড়ি
সাল দু’হাজার কুড়ি!


প্রভাতে- হই চই!
পালিয়ে গেল কই
শীতের কুঁজো বুড়ি!
ধুৎ-তুড়ি ধুৎ-তুড়ি!


সূর্য যখন ওঠে,
খোকা-খুকু ছোটে,
পাঠশালাতে ঐ-
আনতে নতুন বই!


নতুন জ্ঞানের আলো-
মুছে দেবে কালো;
থাকবে সবাই বেশ
হাসবে আমার দেশ!