ছলকে ছোটে_নদীর জল
নীড় অন্বেষায় পাখিব দল

গো-ধূল রাঙা আলোর কণা
ঝুরঝুরে মেঘ সাপের ফণা!

বনে-বাদাড়ে জোনাকবাতি
চল ঘরে চল নামছে রাতি।