ওরাই আমার সাঙ্গ-পাঙ্গ
ওরাই থাকে পাশে
কাউকে যদি ধরতে বলি
বেঁধে নিয়ে আসে!

ওদের সাথে কেউ পারে না
নিয়মনীতির ধার ধারে না
রাষ্ট্রীয় আইন হাতে তোলে
নিদারুণ উল্যাসে!

প্রেম-পিড়িতে মাখামাখি
ওদের নিয়ে আমি থাকি
আমার সাথে কাঁদে ওরা
আমার সাথেই হাসে।