ঝুলির খবর বেড়িয়ে গেলে-
পিঠে পরে টান,
লেজঝোলারা শুরু করে
দূর পাহাড়ের গান|


তোতা মুখের কথা শুনে-
কৃষ্ণচূড়ায় আগ;
শিমুল-পলাশ কেমন আছো?
সুধায় যখন ফাগ!


ভাবেনি কেউ ফাগের আগে-
আঁচল হবে ছাই;
ন্যায্য দাবী তুলেই সে'দিন
শহিদ হলো ভাই||