ছলা কইরা- কলা খাইবা?
সেইদিন শেষ অইছে,
এই জনতা পাপের বোঝা
অনেক অনেক বইছে!
ঢোল-তবলা যতই বাজাও
যতই সাজাও অংগ,
মনে থাইকা কেউ দিবোনা
তোমাদেরকে সঙ্গ!


কি করছো কি করো নাই
ভুইলা সেটা যাইনি-
মীর জাফরের ছানাপোনা
সাজা খাটো আইনী!
ভাইবো না যে, এ দেশটায়
মিরাকল আর অইবো,
জাইগা আছে- আমজনতা
জাইগা তারা রইবো!


যতই বিছাও বড়ো কইরা
ষড়যন্ত্রের জালটা,
আমরা চিনি কোনটা মাকাল
কোনটা আসল মাল্টা!