তুমি মিয়াভাই বড় কপালি ক্যান কমু কথা আস্তে?
তোমার বাগানে দেখছি কত উড়াধুরাগো নাচতে!
এক সাথে চাচা-ভাস্তে
তাদের দেখছি কাঁচতে!
কাঁচতে কাঁচতে কেঁচেই যেত, তুমি ধিরাজ সাজতে!
                                ক্যান কথা কমু আস্তে?


এক আঙুলের ইশারায় তুমি কত জনেরে হিলাইছো!
মধু কইয়া কইয়া লোকজনেরে কত্তকিছু গিলাইছো!
কত জনেরে ছিলাইছো-
সুযোগ মত কিলাইছো?
নরম পাইলে চরম ভাবেই গরম তোমার বিলাইছো!
                                কত জনেরে হিলাইছো!


ওগো মিয়াভাই এখন নাকি- সেই কাল শেষ অইছে?
কয় জনের নাম কমু এই মুখে কত জনে তো কইছে!
যারা জ্বালা-জ্বলা সইছে,
কেউ তো আশায় রইছে!
কেউ নাকি ফের জন্ম থাইকা তোমার বোঝা বইছে।
                               সেই কাল শেষ অইছে?


===============================
রচনাকাল : ২৮ ডিসেম্বর ১৯৮৯, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
সম্পাদনা : ২৮ নভেম্বর ২০২২, লালমনিরহাট।