সকালের রোদে ধোয়া-
শীত চাই- এক পোয়া !
     হেসে হেসে
     ভালোবেসে-
পৌষ-মাঘ যাক খোয়া!


কাঁপো যদি ঠক ঠক
বায়ু গিলো ঢক ঢক
     করে ফস
     গিলো রস-
খেজুরের এক জগ!


হিম হিম এ সকালে-
কাউকে কী ঠকালে?
     শীত ভিজে
    দেখো নিজে
পৌষের এই অকালে!


============
আপনার অব্যবহৃত পুরাতন একটি গরম-কাপড়
একজন শীতার্থ গরীবের শীত থেকে
বাঁচার একমাত্র সম্বল হতে পারে।