সরল যখন তরল হয়ে-
গরল ঢালে মনে,
কাব্যকথার ভাব্য নিয়ে-
হাঁপিয়ে উঠি রণে।


অর্থ কোথায় শর্ত মানে?
গর্ত খোড়াই সার,
সীমারেখা যায়না দেখা
বাপুরে বাপু ছাড়!


শব্দ নিয়েই জব্দ যখন
স্তব্ধ হয়ে রই;
অবিধানে...অংশুমানের-
আলোকরেখা কই?