মুক্ত-স্বাধীন স্বদেশ আমার
একদিনে কি পেয়েছি?
হাজার বছর চেয়েছি!
শেষে ঊনিষ’একাত্তরে
রক্ত দিয়ে নেয়েছি।


তাইতো বলি স্বাধীনতা
নয়কো কারো দয়ার দান!
ত্রিশ লক্ষ গেছে প্রাণ
সম্ভ্রম গেছে কতো নারীর
জুটছে কতো অপমান।


স্বাধীনতার ঐ পতাকা-
বিশ্ববাসির চেনা তো
অনেক মূল্যে কেনা তো
কোন দিনও শোধ হবে না
মুক্তিযোদ্ধার দেনা তো!