হা- বলতে হাজির হাজির
যখন যেমন চাচ্ছেন!
উপর-নীচে   আগে-পিছে
আয়েশ করে খাচ্ছেন!


সংগে- চামচা চেলা,
তারাও দিচ্ছে ঠেলা।
ঠেলায় ঠেলায় ধাপে ধাপে,
উপরে উঠে যাচ্ছেন!


সামনে কিন্তু ভোট,
চেপে- রাখুন ঠোঁট!
আপনি এখন শনির দশায়
তিড়িং বিড়িং নাচ্ছেন!


হোন না যত ছিচকে
সামলে রাখুন নিজকে
কাটতে হবে- রাহুর ফাঁড়া
বুঝতে কিছু পাচ্ছেন?
==============
১৯ এপ্রিল ১৯৮৭, সংসদ ভবন,ঢাকা।
ছড়াগ্রন্থ : লালপোষ্টার (১৯৮৮)