সখ করে তুই ঢক করেছিস
টক করেছিস উল্টা!
স্বার্থে এমন অন্ধরে তুই
পাসনা খুঁজে ভুলটা।


প্রয়োজনের অতিরিক্ত-
চাহিদা যার মনে,
সে-ই সৌখিন অপরাধী
সন্ধি পাপের সনে।


কিন্তু জানিস ধর্মের কল
ঠিক বাতাসে নড়ে,
দশদিন চোর চুরি করে
একদিন ধরা পরে।


তুইও যেদিন পরবি ধরা
বুঝবি হাঁড়ে হাঁড়ে,
বিধি যে ধন দেন পাহারা
কার ক্ষমতা কাড়ে!