পোড়ামন সারাক্ষণ দহে।
বেদনার নদী বুকে বহে!
      যতো চাই-
            ভুলে যাই;
মন তবু- তারই কথা কহে-
এজীবনে- যে আমার নহে!


মন কেনো চায় অধিকার?
তার চাওয়া বড় বেসুমার!
   ভালোবাসা-
         মিছে আশা;
লেনাদেনা নেই কিছু আর!
তবু পোষে- স্মৃতি সম্ভার!


সেই কবে- ছিলো পরিচয়,
কতো রূপ কতো অভিনয়!
     ছেলেবেলা
           হাসি-খেলা
শিশুকালে কতো কিছু হয়!
মন কেনো সে কথাই কয়?