পরের তরে বাঁচি না গো-
নিজের তরে বাঁচা!
নিজের জন্য- হচ্ছি অন্য
সাজছি হাঁড়িচাঁছা।


আষ্টেপৃষ্টে কষ্ট বাঁধি-
স্বার্থটাকে আগলে কাঁদি
কেঁদে কেঁদেই জনম গেলো
পাইনি সুখের মাচা।


সহায় হলে অন্য কারো
সুখটা তাতে জুটত আরো
বোধের ভুবন শূন্য রেখে-
হলো শুধুই নাচা?


যতই মনা ভাবো সুদিন
এই দুনিয়ায় রইবো দুদিন
দুদিন পরেই উড়বে পাখি
রেখে শূন্য খাঁচা।।