নাইরাম আছে কাম- ডুগডুগি বাজা-
সিলিমেতে টান দিয়ে তুই মহারাজা!
আহা আহা মর্দ
নয় ক্রোশ ফর্দ
গুর গুর মেঘ ডাকে, আরাধন কাজা।


শন্ শন্ সমীরণ- হুকুমের দাসী
আষাঢ়ের ঝাপটায় তড়িতের হাসি
নাম তার নালতা
রামধনুর আলতা
সেই দেখে মুখ চেপে খুকখুক কাশি।।